প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ‘রেকর্ড অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: রেকর্ড অফিসার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অফিস রেকর্ড কিপিং ও কম্পিউটারে এমএস অফিস, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজিংয়ে কোনো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে সেনাবাহিনীতে অফিস সুপার ভাইজার বা প্রধান করণিক হিসেবে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৫ আগস্ট ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
চাকরির ধরন: স্থায়ী
চাকরির স্থান: জয়দেবপুর,গাজীপুর
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ওয়েবসাইটের এই লিংক থেকে সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৪, বেলা ৩টা পর্যন্ত।