প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৫:০৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৫:২৩ পিএম
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইমে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) ‘লজিস্টিকস হেড অব ডিপার্টমেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: লজিস্টিকস হেড অব ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ অর্থনীতি/ ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক সংস্থা, কোনো দূতাবাস বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনার দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমন্বয়, উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থান: ঢাকা
বেতন: ২,১২,৪০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বস্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই, ২০২৪।