প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৩:৩৩ পিএম
পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেডে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
পাওয়ার গ্রিড বাংলাদেশ ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পাবলিক রিলেশন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পাবলিক রিলেশন)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর বয়সসীমা: ৪ জুলাই, ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনক কাজের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়তে পারে।
বেতন: ৫০,০০০ টাকা
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ জেনারেল ম্যানেজার (পি অ্যান্ড এ), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বরাবর আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির নামে আবেদন ফি বাবদ ১ হাজার ২০০ টাকা পে–অর্ডার করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৪।