প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৩:১১ পিএম
উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ছবি : সংগৃহীত
ডাক অধিদপ্তরের ১৩ তম গ্রেডের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষায় ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত ২৯ জুন উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭৯১ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে এই লিংকে ক্লিক করুন।