হেলিকপ্টার দুর্ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১০:৪২ এএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৫:৩৮ পিএম
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্য থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ কোনটা তা শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২০ মে) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলো এভাবে পুড়েছে যে তা দেখে কোনটা কে তা তারা ধারণা করতে পারেনি।
রবিবার রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয় । এতে ইব্রাহিম রাইসি ও রাষ্ট্রপতি নিহত হয়েছেন। একইসঙ্গে হেলিকপ্টারে থাকা পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ বাকিরাও নিহত হয়েছেন। সোমবার আধা-সরকারি বার্তা সংস্থা মেহর এ বিষয়ে জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন তারা দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাননি।
তাছাড়া একাধিক সংবাদমাধ্যম রাইসি ও হেলিকপ্টারে থাকা বাকি সবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আলজাজিরার ইরানের প্রতিনিধি জানিয়েছেন, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে তাদের মনে হয়েছে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় কারো বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। পুরো কেবিনটা পুড়ে গিয়েছে।
ইরানের ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি সামজিক মাধ্যমে শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে পাহাড়ের পাশে পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিরা