প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১০:৫৫ এএম
আপডেট : ১৭ মে ২০২৪ ০৯:৫৫ এএম
একজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার পর তার আত্মীয়ের সঙ্গে কোলাকুলি করছেন। ২০২৩ সালের ২৮ নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে। ছবি : সংগৃহীত
সোমবার (১৩ মে) গাজা থেকে ৭৬ ফিলিস্তিনি বন্দিকে বহনকারী দুটি বাস উত্তর-পূর্বাঞ্চলীয় খান ইউনিসের আল-কারারায ছেড়ে দেওয়ার তথ্য পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)।
ওসিএইচএ জানিয়েছে, যেসব বন্দিরা মুক্তি পেয়েছেন তাদেরকে পায়ে হেঁটে যাত্রা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আল-আকসা ও নাসের হাসপাতালসহ দেইর এল-বালাহ ও খান ইউনিসের বিভিন্ন স্থানে পৌঁছেছেন বলে জানা গেছে।
গাজা থেকে মুক্তি পাওয়া বন্দিরা এর আগে ইসরায়েলি শিবিরে কুকুরের আক্রমণ, শারীরিক মারধর, অপমান ও পশুর মতো আচরণ করা বা ইসরায়েলি দখলদার বাহিনীর তাদের ওপর প্রস্রাব করে দেওয়ার মতো অপমান, পানি, খাবার, ঘুম ও টয়লেট থেকে বঞ্চিত হওয়া এবং দীর্ঘ সময় ধরে হাতকড়া শক্তভাবে হাতে লক করে রাখার ফলে অঙ্গচ্ছেদ ঘটেছে এমন অভিযোগ করেছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৩ হাজার শিশুও আছে। ৮ হাজার ৬৬৩ শিশুসহ ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছে।
সূত্র : আলজাজিরা