× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১১:২৬ এএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১১:৫৪ এএম

ইসরায়েলি হামলায় আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (৮ মে) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (৮ মে) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে তোলা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা তিন দিনের ইসরায়েলি হামলায় অন্তত ১০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯৬ জন।

সোমবার (৬ মে) থেকে বুধবার বিকালের মধ্যে রাফায় আবাসিক বাড়িঘরে হামলায় অনেক নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, রাফার দক্ষিণ-পূর্বে ইয়েবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শিশু, দুই নারীসহ নয়জন নিহত হয়েছে। পূর্ব রাফা শহরের জর্জ স্ট্রিটে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি হামলায় চার শিশু, তিন নারীসহ নয়জন নিহত হয়েছে। রাফার পূর্বাঞ্চলীয় আল-জুনাইনায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় দুই শিশু, দুই নারী নিহত হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রাফা প্রদেশের আল-বারাহমার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারী, এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাফার পূর্ব ও পশ্চিমাঞ্চলে একটি বাড়ি ও অ্যাপার্টমেন্টে পৃথক দুটি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাফার পূর্বাঞ্চলীয় কবরস্থানের আশপাশের বেশ কয়েকটি স্থাপনা গোলাবর্ষণে ধ্বংস করে দিয়েছে। রাফার আল-সালামেও দখলদার ইসরায়েলি বিমানগুলো হামলা চালিয়েছে।

গাজার সিটি হল ভবনেও বোমা হামলা চালানো হয়েছে।

৬ এপ্রিল হামাসের হামলা চালানোর পর এর প্রতিশোধস্বরূপ পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এর ফলে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ হাজার ৮৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ৭৮ হাজার ৪০৪ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা, ওয়াফা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা