× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১০:৫০ এএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১১:২১ এএম

রবিবার (৫ মে) হামাসের রকেট হামলায় নিহত তিন ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

রবিবার (৫ মে) হামাসের রকেট হামলায় নিহত তিন ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

হামাস অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ের দিকে রকেট হামলা চালিয়েছে। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৫ মে) সকালে হামাস এ হামলা চালিয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, রাফাহ ক্রসিংয়ের নিকটবর্তী এলাকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে ১৪টি রকেট ছুড়েছে হামাস।

হামাস রকেট হামলার দায় স্বীকার করেছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ত্রাণ সরবরাহের জন্য ব্যবহৃত কেরেম শালোম ক্রসিংটি বন্ধ করে দিয়েছে। গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহসহ মানবিক সহায়তা পৌঁছানোর কয়েকটি রুটের মধ্যে এ ক্রসিংটি অন্যতম।

মিসরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনের আলোচনা করেছেন।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আলোচনার সর্বশেষ দফা রবিবার শেষ হয়েছে। তাদের প্রতিনিধিদল এখন কায়রো থেকে কাতারে যাবে হামাসের নেতাদের সঙ্গে পরামর্শ করতে।

মধ্যস্থতা প্রচেষ্টায় জড়িত সিআইএপ্রধান উইলিয়াম বার্নসও দোহায় আলোচনার জন্য কায়রো ত্যাগ করেছেন।

ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির প্রস্তাবে জিম্মিদের মুক্তি দেওয়ার সময় ৪০ দিনের যুদ্ধবিরতি ও ইসরায়েলি কারাগারে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি আছে।

হামাস বলেছে, তারা বর্তমান প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী হবে নাকি সাময়িক।

এদিকে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র : বিবিসি, এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা