× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুসলমানদের নিয়ে বিতর্কিত ভিডিওর জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৬:৫০ পিএম

বিজেপির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী মুসলিমদের অর্থ সহায়তা সরবরাহ করে নিজের দলকে শক্তিশালী করছেন। ছবি : সংগৃহীত

বিজেপির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী মুসলিমদের অর্থ সহায়তা সরবরাহ করে নিজের দলকে শক্তিশালী করছেন। ছবি : সংগৃহীত

ভারতের মুসলমান, তফসিলিসহ অন্য সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা একটি ভিডিও সামাজমাধ্যমে পোস্ট করেছেন। সমাজে এটা হিংসা ছড়াচ্ছে, এর মাধ্যমে ভয় দেখানো হচ্ছে এমন অভিযোগে কর্ণাটকের কংগ্রেস পার্টি বিজেপির নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। 

কংগ্রেসের অভিযোগ, তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। যার জন্য কর্ণাটকের কংগ্রেস পার্টি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আইটি সেলের প্রধান অমিত মালব্য ও রাজ্য ইউনিট প্রধান বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) মিডিয়া ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান কংগ্রেস নেতা রমেশ বাবু কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি কর্ণাটক বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর দিকে ইঙ্গিত করেছেন। যাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অ্যানিমেটেড চরিত্র রয়েছে।

ভিডিওটিতে এসসি, এসটি ও অন্যান্য অনগ্রসর শ্রেণিকে (ওবিসি) একটি ঝুড়িতে ‘ডিম’ হিসাবে দেখানো হয়েছে।যা দৃশ্যত সংরক্ষণের ঝুড়ি বোঝাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর একটি অ্যানিমেটেড চরিত্র সংরক্ষণের ঝুড়িতে মুসলিম সম্প্রদায়ের আরও একটি ‘ডিম’ বপন করছেন। এতে দেখানো হয়েছে, কংগ্রেস নেতারা এসসি, এসটি ও ওবিসিদের চেয়ে মুসলিম সম্প্রদায়ের মুখে বেশি করে অর্থ ঢুকিয়ে দিচ্ছেন। যাতে তারা বাকিদের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠে তাদেরকে ঝুড়ি থেকে বের করে দিচ্ছে।

রমেশ বাবু বলেন, ‘ওই ভিডিওতে এমনভাবে দেখানো হচ্ছে যেন মুসলিম সম্প্রদায়ের মুখে টাকা ঢোকানো হচ্ছে। আর মুসলিম সম্প্রদায় এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়কে বের করে দিচ্ছে।’

তিনি অভিযোগ করেন, এই চিত্রায়ন কেবল আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে না। ১৯৮৯ সালের এসসি/এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্টের অধীনে এটি একটি অপরাধও। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা