× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও লন্ডনের মেয়র সাদিক খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৪ ০০:০০ এএম

নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হলের সঙ্গে মেয়র পদে জয়ী সাদিক খান। ছবি : সংগৃহীত

নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হলের সঙ্গে মেয়র পদে জয়ী সাদিক খান। ছবি : সংগৃহীত

তৃতীয় বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। 

তিনি পেয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। অর্থ্যাৎ ২ লাখ ৭৬ হাজার ভোটের ব্যবধানে জয় পেছেন সাদিক। 

চৌদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন তিনি। নির্বাচনে ভোট পড়েছে ২৪ লাখ।   

শনিবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গণনা শুরু হয়। পরে ফল ঘোষণার আগে পূর্ব লন্ডনের সিটি হলে ভিড় করেন প্রার্থীরা। 

ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাদিক খান তাকে আবারও নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বড় ব্যবধানে তৃতীয়বারের মতো নির্বাচিত হতে পারা সত্যিই সম্মানের। আজকের দিনটি ইতিহাস বিনির্মাণের নয়, আমাদের ভবিষ্যত গঠনের।’   

তিনি বলেন, ‘কয়েক মাস বেশ কঠিন হয়েছে। প্রচুর নেতিবাচক প্রচারের মুখোমুখি আমরা হয়েছি। আমি গর্বিত যে, এসব আমরা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পেরেছি।’    

তিনি আরও বলেন, ‘যে শহরটিকে আমি ভালোবাসি তার সেবা করতে পারা আমার জন্য সম্মানের।’

বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাককে তিনি নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। 

নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী সুসান হল। তিনি বলেন, নির্বাচনের প্রচারে অংশ নিতে পারা ছিল সম্মানের।  

তিনি আরও বলেন, সাদিক লন্ডনের ভালোর জন্য কাজ করবে বলে আশা করি। আমি পরিশ্রমী পরিবার, গাড়ি চালক এবং নারীদের জন্য তার জবাবদিহি চাইতে থাকব। 

সাদিক খান প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০১৬ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা