প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৪:৩২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪ ১৫:৫০ পিএম
পেঁয়াজের ট্রাক থেকে পেঁয়াজ নামানো হচ্ছে। ছবি : সংগৃহীত
পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। শনিবার (৪ এপ্রিল) এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
ভারত সরকার প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য (এমইপি) ন্যূনতম ৫৫০ ডলার আরোপ করেছে।
দেশটিতে সাধারণ নির্বাচন চলছে। আর পণ্যটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ সিদ্ধান্তটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রের কৃষকরা পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত পোঁজ ব্যবসায়ী ও কৃষকদের জন্য বিশাল স্বস্তি নিয়ে আসবে।
ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘পেঁয়াজের রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর করতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি মেট্রিক টন এমইপি ৫৫০ ডলার সাপেক্ষে নিষিদ্ধ থেকে বিনামূল্যে সংশোধন করা হয়েছে।’
শুক্রবার রাতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সরকার।
গত বছরের আগস্টে ভারত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিল।
ভারতের সরকার চলতি বছরের ৩১ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত রপ্তানি নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছিল। মার্চে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক পেঁয়াজ উৎপাদনের তথ্য প্রকাশ করেছে।
গত মাসে দেশটির উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে জানায়, সরকার বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে।
কংগ্রেস গত মাসে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের ‘নির্দয়ভাবে অবহেলা’ করার অভিযোগ করেছিল।
সূত্র : দ্য হিন্দু, ইন্ডিয়া টিভি