× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ডে কানাডায় তিনজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১২:৪২ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১২:৫৫ পিএম

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। ছবি : সংগৃহীত

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। ছবি : সংগৃহীত

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার দায়ে সন্দেহভাজন তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ মে) আলবার্টার এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গত জুনে ভ্যাঙ্কুভারের সারে শহরে শিখ মন্দিরের বাহিরে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সি নিজ্জরকে। এর কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যায় ভারত সরকারের জড়িত থাকার প্রমাণ তুলে ধরেন। এতে নয়াদিল্লির সঙ্গে কানাডার কূটনৈতিক সংকট দেখা দেয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, সন্দেহভাজন তিনজন হলেন  ২৮ বছরের করণপ্রীত সিং, ২২ বছরের কমলপ্রীত সিং ও করণ ব্রার।

আরসিএমপির সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কি না তা আমরা খতিয়ে দেখছি।’

নিজ্জার ছিলেন একজন কানাডিয়ান নাগরিক। তিনি ভারত থেকে আলাদা একটি স্বাধীন শিখ আবাসভূমি খালিস্তান গঠনের জন্য প্রচারণা চালিয়েছিলেন। নিজ্জরকে নয়াদিল্লি ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উপস্থিতি দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে হতাশ করেছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রে গুপ্তহত্যার ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। 

আরসিএমপির সহকারী কমিশনার ডেভিড টেবুল বলেন, ‘এ তদন্ত এখানেই শেষ না। আমরা জানি যে এ হত্যাকাণ্ডে অন্যরা ভূমিকা পালন করে থাকতে পারে। আমরা তাদের প্রত্যেককে খুঁজে বের করব ও গ্রেপ্তার করব।’ 

কানাডাভিত্তিক ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন অ্যাডভোকেসি গ্রুপের মুখপাত্র ও আইনি পরামর্শদাতা বলপ্রীত সিং বলেন, ‘আমরা এ গ্রেপ্তারকে স্বাগত জানাই। কিন্তু এর ফলে আরও অনেক প্রশ্নের জন্ম হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হিট স্কোয়াডের অংশ হলেও এটা স্পষ্ট যে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।’

ভারত এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা