× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা তুরস্কের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১২:৫১ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৩:৪৯ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় ‘মানবিক বিপর্যয়ের অবনতির’ কারণ দেখিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (২ মে) তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত আমদানি-রপ্তানি লেনদেন বন্ধ করা হয়েছে। যার মধ্যে সমস্ত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল সরকার গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবাহের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে ও নিশ্চিতভাবে এ নতুন পদক্ষেপগুলো বাস্তবায়ন করবে।’

২০২৩ সালে এ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘স্বৈরশাসকের’ মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

কাটজ বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করছেন। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি উপেক্ষা করছেন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় উৎপাদন ও অন্যান্য দেশ থেকে আমদানির দিকে মনোনিবেশ করে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করা হবে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।’

১৯৪৯ সালে তুরস্ক প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কিন্তু গত কয়েক দশকে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে।

সূত্র : আলজাজিরা, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা