× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি : ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১০:২৭ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১১:০২ এএম

(বাঁ থেকে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও চিফ অব স্টাফ হার্জি হালেভি। ছবি : সংগৃহীত

(বাঁ থেকে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও চিফ অব স্টাফ হার্জি হালেভি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছেন। ঊর্ধ্বতন আইন কর্মকর্তাদের কাছ থেকে এমন ইঙ্গিত পেয়েছে  ইসরায়েল সরকার। রবিবার (২৮ এপ্রিল) ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বর্তমানে তদন্ত করছে আইসিসি।

জানা গেছে, নেতানিয়াহু ছাড়াও এ তদন্তের ফলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও চিফ অব স্টাফ হার্জি হালেভির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ‘ভীত ও অস্বাভাবিকভাবে চাপে রয়েছেন’ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ।

শুক্রবার (২৬ এপ্রিল) সমাজমাধ্যম এক্সের পোাস্টে নেতানিয়াহু লিখেছেন, ‘আমার নেতৃত্বে থাকাকালে ইসরায়েল কখনোই আইসিসির আত্মরক্ষার সহজাত অধিকার ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা মেনে নেবে না।’

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার আনা একটি মামলা রয়েছে। যেখানে ইসরায়েল গাজার বিরুদ্ধে অব্যাহত যুদ্ধে গণহত্যার অপরাধ করছে বলে অভিযোগ করা হয়েছে। আইসিসির মামলাটি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে আলাদা।

রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য আইসিজে গঠিত হয়েছিল। আর আইসিসি অপরাধের জন্য ব্যক্তির বিচার করে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা