× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির কংগ্রেস সভাপতির পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৫:১০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৬:৩০ পিএম

 দিল্লির কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি। ছবি : সংগৃহীত

দিল্লির কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি। ছবি : সংগৃহীত

কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেস জোট বাঁধায় তিনি রবিবার (২৮ এপ্রিল) পদত্যাগ করেছেন।

অরবিন্দর সিং লাভলি বলেন, ‘দুর্নীতির অভিযোগে এএপির বেশ কয়েকজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। তার পরও দলীয় কর্মীদের বিরোধিতার মধ্যেই লোকসভা নির্বাচনের জন্য তাদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস।’

কংগ্রেসপ্রধান মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি লিখেছেন অরবিন্দর। এতে তিনি জানিয়েছেন, যেহেতু তিনি দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছেন না, তাই কংগ্রেসের দিল্লি শাখার সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।

অরবিন্দর বলেন, ‘কংগ্রেসের দিল্লি শাখা এমন একটি দলের (আপ) সঙ্গে জোটের বিরুদ্ধে ছিল, যা কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও দুর্নীতির অভিযোগ আনার একমাত্র ভিত্তিতে গঠিত হয়েছিল। তার পরও দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।’

উত্তর-পশ্চিম দিল্লিতে উদিত রাজ ও উত্তর-পূর্ব দিল্লিতে কানহাইয়া কুমারের প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পার্টি দিল্লির কংগ্রেস শাখায় সম্পূর্ণ অপরিচিত প্রার্থীদের লোকসভার টিকিট দিয়েছে।’

উদিত রাজ ও কানহাইয়া কুমারকে প্রার্থী করার সিদ্ধান্তে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) ও হাইকমান্ড তাদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করায় দলের নেতারা আপস করতে রাজি নন।

অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিয়ে অরবিন্দর আরও অভিযোগ করেন, দিল্লি কংগ্রেসের প্রধান হিসেবে তার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে ভেটো দিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক (দিল্লির দায়িত্বপ্রাপ্ত)।

গত বছর আগস্টে দিল্লি কংগ্রেসের সভাপতি হন অরবিন্দর সিং লাভলি।

লোকসভা নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের জন্য চলতি বছরের শুরুর দিকে  দিল্লির জন্য ৪ : ৩ পদ্ধতিতে আসন ভাগাভাগিতে সম্মত হয়েছিল আম আদমি পার্টি ও কংগ্রেস। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা