× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের অর্থনীতির দিকে তাকিয়ে লজ্জা লাগছে : পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২৩:৪৫ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ০০:৩৮ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকিয়ে লজ্জা লাগছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, কীভাবে ‘পূর্ব পাকিস্তান’  শিল্প প্রবৃদ্ধিতে অসাধারণ উন্নতি করেছে। এক সময় ‘দেশের বোঝা’ হিসেবে বিবেচনা করা হতো তাদের।

বুধবার (২৪ এপ্রিল) দেশেটির বাণিজ্যিক রাজধানী সিন্ধু মুখ্যমন্ত্রীর (সিএম) বাসবভনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল- পাকিস্থানের অর্থনীতির উন্নতির উপায় অনুসন্ধান করা। সভায় ব্যবসায়ী নেতারা অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় শেহবাজ শরীফের প্রশংসা করলেও, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শাহবাজ শরীফ বলেন, ‘আমি যখন বেশ ছোট ছিলাম- আমাদের বলা হয়েছিল যে, পূর্ব পাকিস্তান আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন ‘বোঝা’ কোথায় পৌঁছেছে।

এদিকে পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়ছে, করাচির ব্যবসায়ীরা সভায় প্রধানমন্ত্রীকে অর্থনীতিকে ‘মোড় ঘুরিয়ে’ দেওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন। এ ছাড়াও ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার অনুরোধ করেন। 

এ সময় পাকিস্তানের আরিফ হাবিব গ্রুপের প্রধান আরিফ হাবিব বলেন, ‘আপনি (শাহবাজ শরীফ) দায়িত্ব নেওয়ার পর কয়েকটি হ্যান্ডশেক করেছেন, যেগুলি অর্থনীতির ক্ষেত্রে ভালো ফলাফল দিয়েছে। আইএমএফ চুক্তিতে অগ্রগতি তাদের মধ্যে একটি।

তিনি আরও বলেন, আমি আপনাকে আরও কয়েকটি হ্যান্ডশেক করার আহ্বান করছি। তার মধ্যে একটি হলো ভারতের সঙ্গে বাণিজ্য। যা আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে। দ্বিতীয়ত, আদিয়ালা জেলের একজন বাসিন্দার (জেলে পিটিআই নেতা ইমরান খান) সঙ্গে আপনার সমস্যা সমাধান করা উচিত। আমি বিশ্বাস করি, যে আপনি এটি করতে পারেন।

ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপ ইসলামাবাদ থেকে তীব্র প্রতিক্রিয়া জানায়, যা কূটনৈতিক সম্পর্ক অবনতি করেছে। এ ছাড়া পাকিস্তান তাদের দেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এর ফলে ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পর্কও ছিন্ন হয়।


সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা