× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বিতর্ক সঙ্গী করে শুরু হচ্ছে দ্বিতীয় দফার ভোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১১:০৬ এএম

১৯ এপ্রিল প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে ভোটগ্রহণ হয়। ছবি : সংগৃহীত

১৯ এপ্রিল প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে ভোটগ্রহণ হয়। ছবি : সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা বা জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে শুক্রবার (২৬ এপ্রিল)। এ দিন ৮৮টি কেন্দ্রে ভোট হবে।

ভারতে চলতি লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয় গত শুক্রবার, ১৯ এপ্রিল। প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে ভোটগ্রহণ হয়।

প্রথম দফার নির্বাচনের পর বিরোধীদের নিয়ে কড়া মন্তব্য করতে থাকে বিজেপি। এতে ঘি ঢালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২১ এপ্রিল) রাজস্থানে এক জনসভায় মোদি বলেন, ক্ষমতায় থাকাকালে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার বলেছিল, দেশের সম্পদে মুসলমানদের অগ্রাধিকার রয়েছে। এর অর্থ হলো তারা ফের ক্ষমতায় এলে যাদের সন্তান বেশি, যারা অনুপ্রবেশকারী তাদের মধ্যে দেশের সম্পদ ভাগ করে দেবে। এটা কি গ্রহণযোগ্য? 

কংগ্রেস ও বামপন্থিরা মোদির এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এ নিন্দার পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার দেশটির প্রধান দুই দলকে সতর্ক করেছে। এ দিন কংগ্রেস ও বিজেপির কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন উভয় দলের স্টার প্রচারকদের বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকতে, নির্বাচনী বিধি লঙ্ঘন না করতে আহ্বান জানায়। 

এদিকে দ্বিতীয় দফায় কেরালার ২০ আসনে ভোট হবে। এখানে প্রধানত লড়াই হবে বামপন্থিদের সঙ্গে কংগ্রেসের। কংগ্রেস ও বামপন্থিরা রাজ্যে পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী হলেও সর্বভারতীয় স্তরে দুজনই ‘ইন্ডিয়া’ জোটের শরিক ও বিজেপিবিরোধী। অতএব কেরালায় যারাই জিতুক, তা ‘ইন্ডিয়া’ জোটের পাওনার ঘরই ভারি করবে।

কেরালার লাগোয়া কর্ণাটকের ১৪ আসনেও ভোট হবে শুক্রবার। রাজ্যের মোট আসন ২৮। তার মধ্যে আগের লোকসভা ভোটে বিজেপি জিতেছিল ২৫টি। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে কংগ্রেস ওই রাজ্য শাসন করছে গত বছর থেকে। 

দ্বিতীয় দফায় রাজস্থানের ১২ আসনেও ভোট হবে।  এ রাজ্যে বিজেপি গতবার সবকটি আসন জিতেছিল। 

ভোট হবে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের ৮টি করে আসনেও। সেই সঙ্গে ভোট মধ্যপ্রদেশের ৭, বিহার ও আসামের ৫টি করে আসনেও। ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের ৩টি করে আসনেও ভোট শুক্রবার। এর বাইরে মণিপুর, ত্রিপুরা ও জম্মু-কাশ্মিরের একটি করে আসনে ভোটগ্রহণ হবে। কেরালা, কর্ণাটক ও পশ্চিমবঙ্গ বাদ দিলে বাকি সব রাজ্যেই বিজেপি হয় একা অথবা শরিকদের নিয়ে ক্ষমতায়।

সূত্র : এনডিটিভি, স্ক্রলডটইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা