× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জি২০ সম্মেলন : জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাইডেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ০৮:০৯ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৩:৪০ পিএম

জো বাইডেন ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

জো বাইডেন ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালে বাইডেন দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটিই হবে প্রথম সরাসরি বৈঠক।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে শির সঙ্গে সাক্ষাৎ করবেন। ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে দুই দেশের মধ্যে ‘যোগাযোগ বজায় রাখার এবং তা আরও দৃঢ় করার প্রয়াসে’ কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, দুই শীর্ষ নেতা দায়িত্বপূর্ণভাবে প্রতিযোগিতা পরিচালনা করার প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করে এমন আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো নিয়ে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা করবেন।

বাণিজ্য নীতি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ানের প্রতি চীনের দৃষ্টিভঙ্গির মতো ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিং সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বৈঠকের কথা আসে।

বাইডেন ও জিনপিং কয়েকবার ভার্চুয়ালি কথা বললেও তাদের সরাসরি কখনও কথা হয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই দুই শীর্ষ নেতার বৈঠক নিশ্চিত করতে হোয়াইট হাউস কয়েক সপ্তাহ ধরে কাজ করেছে চীনের কর্মকর্তাদের সঙ্গে।

২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটিই হবে শি-এর সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা