× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন সহায়তা অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৪০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:১৫ পিএম

ইউক্রেনের পতাকা হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সামনে এক অ্যাক্টিভিস্ট। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পতাকা হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সামনে এক অ্যাক্টিভিস্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন বা ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত সিনেটে ৭৯ ভোটে বিলটি পাস হয়। এখন এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে বিপুল অস্ত্র পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 

বিলটি পাস হওয়ার অল্প সময়ের মধ্যে এক বিবৃতিতে জো বাইডেন বলেন, বিলটি আমার ডেস্কে আগামীকালের (আজ বুধবার) মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে তাতে আমি সই করব। ফলে এটি আইনে পরিণত হবে। এরপর আমি আমেরিকান জনগণের উদ্দেশে ভাষণ দেব। এ বিলটি আইনে পরিণত হলে চলতি সপ্তাহের মধ্যেই ইউক্রেনে অস্ত্র-গোলাবারুদ ও অন্য সামরিক সরঞ্জাম পাঠানো যাবে। 

নতুন অস্ত্র পেলে রাশিয়ার বিরুদ্ধে দুই বছর ধরে চলমান প্রতিরোধ যুদ্ধে ইউক্রেন নতুন শক্তি পাবে। সম্প্রতি পর্যাপ্ত গোলা-বারুদ ও দূর পাল্লার কামানের অভাবে প্রায় ১ হাজার কিলোমিটারের ফ্রন্টলাইনে যুদ্ধ করতে বেশ বেগ পেতে হচ্ছিল ইউক্রেনের সেনাদের। এখন সে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তা বিলকে স্বাগত জানিয়েছেন। 

সমাজমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, দ্রুত শান্তি ফেরাতে ইউক্রেনের দূর পাল্লার সামরিক সক্ষমতা, গোলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। আমেরিকার ভূমিকা দুনিয়ায় গণতন্ত্র ও মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন তহবিল রণক্ষেত্রের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস হওয়ার কয়েক ঘণ্টার মাথায় শোইগু বলেন, ইউক্রেনের পরাজয় ঠেকাতে এ তহবিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এ তহবিল রণক্ষেত্রের পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন ঘটাবে না। কারণ তহবিলের বড় অংশটা ইউক্রেনে আসবে না। বরং তা যুক্তরষ্ট্রের সামরিক উৎপাদন খাতে ব্যয় করা হবে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলার পর থেকে ইউক্রেনকে মঙ্গলবারের আগ পর্যন্ত প্রায় ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবারের ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে ইউক্রেনের জন্য এককভাবে বরাদ্দ ৬ হাজার ১০০ কোটি। ইসরায়েলের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার। ইসরায়েলের এ তহবিল থেকে গাজা, সুদান ও হাইতিতে মানবিক সহায়তা দেওয়া হবে। আর তাইওয়ান পাবে ৮০০ কোটি ডলার। 

সামরিক তহবিল কীভাবে ব্যয় করা হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলাপ করার কথা জানিয়েছেন তাইওয়ানের শীর্ষ কর্মকর্তারা।

তবে চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস যুক্তরাষ্ট্রের সামরিক তহবিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা