× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে ভারী বৃষ্টির কারণে সরিয়ে নেওয়া হলো লক্ষাধিক মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৭:৪৪ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ছিংইউয়ান শহর বন্যায় তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ছিংইউয়ান শহর বন্যায় তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ১ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড় থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ এপ্রিল) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যায় ইতোমধ্যেই চারজন নিহত হয়েছে। আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।  

মুষলধারে বৃষ্টিপাতের কারণে গুয়াংডংয়ের নদীগুলো ফুলে ফেঁপে উঠছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ বন্যাকে ‘শতাব্দীতে একবার দেখা যায়’ এমন মাত্রার বন্যার ঝুঁকি বলে সতর্ক করেছে।

গুয়াংডংয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভিডিও ফুটেজে প্লাবিত গ্রাম, কৃষিজমি ও শহরগুলোর পাশাপাশি ধসে পড়া সেতু ও ভাসমান যানবাহনও দেখা গেছে। সরিয়ে নেওয়া ১ লাখ ১০ হাজার মানুষ ছাড়াও জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন অন্তত ২৫ হাজার মানুষ। 

উপকূলীয় শহর শেনঝেনের কর্তৃপক্ষ বলেছেন, ‘দয়া করে যতদ্রুত সম্ভব সাবধানতা অবলম্বন করুন। আর বন্যা প্রবণ নিচু এলাকার মতো বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকুন।’

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে গুয়াংডং প্রদেশে টানা ভারী বৃষ্টির সঙ্গে শক্তিশালী ঝড় হচ্ছে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়া প্রদেশটিতে আগাম বন্যা ডেকে এনেছে।

সাম্প্রতিক বছরগুলোতে এখানে ঘনঘন বৃষ্টিপাত ও বন্যা দেখা দিচ্ছে। 

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে চীনের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন কখন কী হবে বলা মুশকিল হয়ে উঠেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশে একই সঙ্গে প্রচণ্ড খরা এবং ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা