× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানে আবারও কয়েক ডজন ভূমিকম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১০:৫২ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১১:১৫ এএম

ভূমিকম্পে আংশিক ধসে পড়া ভবন। ২০২৪ সালের ৩ এপ্রিল পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে আংশিক ধসে পড়া ভবন। ২০২৪ সালের ৩ এপ্রিল পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পবিধ্বস্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে সোমবার (২২ এপ্রিল) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কয়েক ডজন ভূমিকম্প হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

৩ এপ্রিল হুয়ালিয়েনে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৪ জন নিহত হয়। তখন থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।

রাজধানী তাইপেসহ তাইওয়ানের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অংশের ভবনগুলো রাতভর দুলছিল। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রায়  সব ভূমিকম্পই ছিল দুর্বল।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সোমবার বিকালে শুরু হওয়া ভূমিকম্প ৩ এপ্রিলের ভূমিকম্পের আফটারশক ছিল।

ভূমিকম্প কেন্দ্রের পরিচালক উ চিয়েন-ফু সাংবাদিকদের বলেন, ‘চলতি সপ্তাহে পুরো তাইওয়ানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় হুয়ালিয়েনের বাসিন্দাদের আরও বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

হুয়ালিয়েন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুটি ভবন ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা খালি করে ফেলা হয়। সোমবারের আফটারশকের ফলে ভবন দুটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ও হেলে পড়েছে।

হুয়ালিয়েনে পাথর পড়ে কিছু রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবারের জন্য সরকার স্কুল ও কাজ স্থগিত করেছে।

তাইওয়ান দুটি ট্যাকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পে ১০০ জনের বেশি নিহত হয়েছিল। ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা