× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুসলিমদের নিয়ে মোদির ‘আপত্তিকর’ মন্তব্য, ব্যবস্থা চায় কংগ্রেস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ২২:৩০ পিএম

মুসলিমদের নিয়ে মোদির ‘আপত্তিকর’ মন্তব্য, ব্যবস্থা চায় কংগ্রেস

মুসলমানদের নিয়ে ‘তীব্র আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। 

সোমবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশনে এই আবেদন করে দলটি। এতে বলা হয়, মুসলমানদের নিয়ে মোদির মন্তব্য নির্বাচনী আইনের লঙ্ঘন। 

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাওয়া মোদি গত রবিবার এক প্রচারে মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করেন। তার এই মন্তব্য বিরোধী দলগুলোতে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

মোদি তার বক্তব্যে বলেন, যদি বিরোধীরা ক্ষমতায় আসে তবে তারা মানুষের সম্পদ ‘অনুপ্রবেশকারী’ এবং ‘যাদের অনেক সন্তান রয়েছে’ তাদের মধ্যে বিতরণ করে দেবে। 

মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর সহযোগীরা প্রায়ই পাকিস্তান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী মুসলিম জঙ্গিদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করে। তারা মুসলিমদের উচ্চ জন্মহারের জন্যও সমালোচনা করে থাকে। এ ছাড়া ভারতের মুসলিম জনসংখ্যা তার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ভারতে ১৪২ কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ২০ কোটি।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, মোদির গভীর আপত্তিকর বিবৃতি আইনের সেই ধারাগুলো লঙ্ঘন করেছে যা প্রার্থীদের ‘ধর্ম’, ‘সম্প্রদায়’ বা ‘ধর্মীয় প্রতীক’-এর ভিত্তিতে কাউকে ভোট দিতে বলা বা ভোট দেওয়া থেকে বিরত রাখে। 

তিনি আরও বলেন, একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে পদক্ষেপ নেওয়া হতো মোদির বিরুদ্ধেও আমরা তেমন পদক্ষেপ প্রত্যাশা করি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা