× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন-ইসরায়েলে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৫:৫৭ পিএম

শনিবার ক্যাপিটলের কাছে আমেরিকান ও ইউক্রেনের পতাকা উড়েছে। ছবি : সংগৃহীত

শনিবার ক্যাপিটলের কাছে আমেরিকান ও ইউক্রেনের পতাকা উড়েছে। ছবি : সংগৃহীত

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে। শনিবার (২০ এপ্রিল) নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ বিল পাস হয়।  যদিও এর তীব্র বিরোধিতা করে রিপাবলিকানরা।

ব্যাপক ‘দ্বিদলীয় সমর্থন’ নিয়ে বিলটি নিম্নকক্ষে পাস হওয়ার পর সিনেটে পাঠানো হয়েছে। 

এর আগে প্রেসিডেন্ট জো বাইডডেন থেকে শুরু করে সিনেটের শীর্ষ রিপাবলিকান মিচ ম্যাককনেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব নেতা রিপাবলিকান হাউজ স্পিকার মাইক জনসনকে সামরিক সহায়তা দিতে ওই বিলটির জন্য ভোটাভুটি করার আহ্বান জানিয়েছিলেন।  

বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১ টি ও এর বিপক্ষে ভোট পড়েছে ১১২টি। 

আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে সিনেটে বিলটি পাস হবে। আইনে পরিণত করার জন্য এটি বাইডেনের কাছে পাঠানো হবে।

বিলে ইউক্রেন সংঘাত মোকাবিলায় প্রায় ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২৩ বিলিয়ন ডলার মার্কিন অস্ত্র, মজুদ ও সুবিধাগুলো পূরণ করার জন্য বরাদ্দ রয়েছে। ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মানবিক প্রয়োজনে ৯০০ কোটি ডলার ব্যবহার করা হবে। তাইওয়ানসহ এশিয়া প্যাসিফিকের জন্য ৮০০ কোটি ডলার বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা