× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্য আফ্রিকায় নৌকাডুবিতে নিহত ৫৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১০:৪৫ এএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১১:০০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এখনও অনেকের সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২০ এপ্রিল) দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান এ কথা জানিয়েছেন। 

রেডিও গুইরাকে থমাস জিমাসে বলেন, ‘আমরা ৫৮টি প্রাণহীন দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এখনও জানি না মোট কতজন পানির নিচে তলিয়ে গেছে।‘  

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও অনুসারে নৌকাটিতে ৩০০ জন যাত্রী ছিল। শুক্রবার যখন নৌকাটি এমপোকো নদীতে উল্টে যায় তখন যাত্রীদের অনেকে দাঁড়িয়ে ছিলেন আবার অনেকে কাঠের কাঠামোর ওপর বসা ছিলেন।   

নৌকার যাত্রীরা একজন গ্রামপ্রধানের শেষকৃত্যে যাচ্ছিল। কিন্তু নৌকাটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মাথায়ই ডুবে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছয়। 

মরিস কাপেনিয়া নামক এক ব্যক্তি জানান, নৌকায় জায়গা না থাকায় তিনি একটি ছোট ডিঙি নৌকায় করে নৌকাটিকে অনুসরণ করছিলেন। ডুবে যাওয়া নৌকায় তার বোনও ছিলেন। তিনি জেলে ও বাসিন্দাদের সহায়তায় তার বোনসহ আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন।  

শনিবার নদীর ধারে নিখোঁজ প্রিয়জনদের খুঁজতে দেখা গেছে পরিবারগুলোকে। 

শনিবার সরকার নৌকাডুবির বিষয়ে কোনো হালনাগাদ জানায়নি। তবে শুক্রবার সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালু জানিয়েছেন, ‘অন্তত ৩০ জন মারা গেছে।’

সরকার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 

সূত্র : এনডিটিভি , আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা