প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৫:৫২ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৬:২১ পিএম
ইরানের পতাকা। ২০২৩ সালের ৫ জুন ভিয়েনায় আইএইএ সদর দপ্তরের সামনে। ছবি : সংগৃহীত
আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
ইসরায়েল এর জন্য দায়ী কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা । তিনি বলেন, ‘ঘটনার বিদেশী সূত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনও। আমরা বাহির থেকে কোনো হামলার শিকার হইনি। বর্তমানে আলোচনাটি হামলার থেকে ‘অনুপ্রবেশ’ দিকে বেশি ঝুঁকছে।’
বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তারা ইরানে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানে ড্রোন হামলার জন্য দায়ী করলেও ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী এ বিষয়ে এখনও কিছু বলেনি।
ইরানের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই ইরানের।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে একজন বিশেষজ্ঞ বলেছেন, ‘ইরানের ভেতরে থেকে আসা অনুপ্রবেশকারীদের ছোড়া ক্ষুদ্র ড্রোনগুলো ইসফাহানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। ’
সিনিয়র সেনা কমান্ডার সিয়াভোশ মিহানদৌস্ত রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সন্দেজনক বস্তুকে টার্গেট করেছিল।’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি শুক্রবারের (১৯ এপ্রিল) হামলার আগে ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, তেহরান তার ভূখণ্ডে যেকোনো হামলার ‘কঠোর জবাব’ দেবে।
সূত্র : রয়টার্স , দ্য টাইমস অব ইসরায়েল