× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৩:৩০ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৪:২৯ পিএম

একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও বাসিন্দারা একটি রকেট বুস্টারের অবশিষ্টাংশ পরিদর্শন করছেন। ১৪ এপ্রিল ইসরায়েলের আরাদের কাছে। ছবি : সংগৃহীত

একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও বাসিন্দারা একটি রকেট বুস্টারের অবশিষ্টাংশ পরিদর্শন করছেন। ১৪ এপ্রিল ইসরায়েলের আরাদের কাছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিল ইরান। ইরানের পাশাপাশি তুরস্ক, জর্ডান ও ইরাকের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইসরায়েল হামলার বিষয়ে তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান রবিবার জানান, ইরান প্রতিবেশী দেশগুলো ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর ৭২ ঘণ্টা আগে জানিয়েছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই কথা বলেছিল। প্রতিক্রিয়া আনুপাতিক হারে হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য তারা মধ্যস্থতাকারী হিসেবে বার্তা পাঠিয়েছিল।

তুরস্কের এক কূটনৈতিক সূত্র বলেছেন, ‘ইরান বলেছিল এ প্রতিক্রিয়া দামেস্কে তাদের দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হবে। ইরান এর বাইরে যাবে না। আমরা সম্ভাবনা সম্পর্কে সচেতন ছিলাম। এ ঘটনা বিস্ময়কর কিছু নয়।’

ইরাক, তুর্কি ও জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান গত সপ্তাহে হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমিরআবদুল্লাহিয়ানের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘সুইসদের মাধ্যমে আমরা ইরানিদের কাছ থেকে একটি বার্তা পেয়েছি। কিন্তু তারা ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়েছিল তা একেবারেই সত্যি নয়। তারা কোনো প্রজ্ঞাপন দেয়নি। কোনো ধারণাও দেয়নি। হামলা শুরুর পরই তেহরান যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পাঠিয়েছে।’

সিরিয়ায় ইরানের দূতাবাসে ১ এপ্রিল ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে শনিবার (১৩ এপ্রিল) রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশাপাশি ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে।

ইসরায়েরের দাবি, ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিজেদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই  ভূপাতিত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক কিছু মিত্র তাদের সহায়তা করেছে।

ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি চালানো ইরানি হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাত বছরের এক মেয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা