× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ৩৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১০:১০ এএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৬:১৯ পিএম

একটি বন্যাকবলিত এলাকা দিয়ে যাওয়ার সময় আফগান পুরুষরা সামরিক যানের ওপর বসে আছে। কান্দাহার প্রদেশে । ছবি : সংগৃহীত

একটি বন্যাকবলিত এলাকা দিয়ে যাওয়ার সময় আফগান পুরুষরা সামরিক যানের ওপর বসে আছে। কান্দাহার প্রদেশে । ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তিন দিনের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। রবিবার (১৪ এপ্রিল) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান সায়েক রবিবার বলেন, ‘শুক্রবার থেকে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। যার ফলে ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য বলছে, দুর্ভাগ্যজনকভাবে এ বন্যায় ৩৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।’

সায়েক আরও জানান, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে পড়ার কারণে। প্রায় ৬০০ বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ২০০ গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং ‘প্লাবিত হয়েছে’ প্রায় ৮০০ হেক্টর (১ হাজার ৯৭৫ একর) কৃষিজমি। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২০টিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ, হেরাত, দক্ষিণাঞ্চলীয় জাবুল ও কান্দাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে সামনের দিনগুলোয় আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরে। এর পর থেকে দরিদ্র দেশটিতে বৈদেশিক সাহায্যের প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে; যা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত করছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের পর ভূমিধসে  ২৫ জন নিহত হয়। মার্চে টানা তিন সপ্তাহের বৃষ্টিপাতের ফলে প্রায় ৬০ জন নিহত হয়।

বিজ্ঞানীরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে কম প্রস্তুত দেশগুলোর মধ্যে অন্যতম।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা