প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৮:২২ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৯:৩৮ পিএম
জাতিসংঘের সদস্য হওয়ার জন্য ২০১১ সালে সর্বপ্রথম আবেদন করে ফিলিস্তিন। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সদস্যপদের আবেদন নতুন করে বিবেচনা করতে সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেসের কাছে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটিতে নিয়োজিত ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর মঙ্গলবার (২ এপ্রিল) এ চিঠি দিয়েছেন।
জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে মনসুর লেখেন, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর আমরা সদস্য হওয়ার জন্য সর্বপ্রথম আবেদন করি। আমাদের নথি নম্বর এস/২০১১/৫৯২। চলতি এপ্রিলে নিরাপত্তা পরিষদের বৈঠকে আমাদের সদস্যপদ নিয়ে নতুন করে আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি।
ফিলিস্তিনি দূত জাতিংঘের মহাসচিবকে বলেন, ‘আপনি যদি আমাদের আবেদনের কাগজপত্র নিরাপত্তা পরিষদের কাছে যতদ্রুত সম্ভব পাঠান, আমরা বেশি কৃতজ্ঞ থাকব।’
২০১১ সালে সদস্যপদের জন্য আবেদন করার পর ২০১২ সালে ফিলিস্তিনকে জাতিসংঘে দূত নিয়োগের অনুমতি দেওয়া হয়। এখন তারা সংস্থাটির নানা সভায় অংশ নিতে পারলেও ভোট দিতে পারে না।
জাতিসংঘের চার্টার মতে, সদস্য হওয়ার জন্য প্রথমে নিরাপত্তা পরিষদের সম্মতি লাগে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সম্মতির পর তা সাধারণ পরিষদে যায়। সেখানে পাস হলে কোনো দেশ আন্তর্জাতিক সংস্থাটির সদস্য হতে পারে।
সূত্র : আনাদুলো