× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পেলোসি তাইওয়ান সফর করলে চুপ থাকবে না চীনা সামরিক বাহিনী’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৪:০৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৬:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে চুপ থাকবে না চীনের সামরিক বাহিনী। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

লিজিয়ান বলেন, পেলোসি তাইওয়ান সফর করলে এর পরিণতি হবে ভয়াবহ। তবে কী সেই পরিণতি তা নির্দিষ্ট করে জানায়নি।

চীন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে দ্য পিউপল লিবারেশন আর্মি (পিএলএ) দৃঢ় থেকে দৃঢ়তর পদক্ষেপ নেবে।

গত সোমবার থেকে পিএলএ-এর জাহাজগুলো তাইওয়ান প্রণালীর মধ্যরেখার কাছাকাছি অবস্থান করছে। এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে বেশকিছু মিলিটারি জেট এর আশেপাশে টহল দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

তবে এ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাইওয়ান বিমান পাঠিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

২০১৬ সালে প্রেসিডেন্ট সাইইং-ওয়েন তাইওয়ানের প্রথম শাসক নির্বাচিত হওয়ার পর থেকে চীন ক্রমাগতভাবে এ স্ব-শাসিত গণতন্ত্রের উপর কূটনৈতিক এবং সামরিক চাপ বাড়িয়ে চলেছে। এর মধ্যে পেলোসির এ অঞ্চলে সফর নিয়ে চীনের হুশিয়ারি, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার অব্যাহত উত্তেজনাকে আরো জটিল করে তুলছে।

তরে গতকাল তাওয়ানের কিছু সংবাদ মাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে প্রকাশিত প্রতিবেদনে জানায়, পেলোসি আজ মঙ্গলবার তাইওয়ান সফর করতে পারেন এবং তাইপেই এ এক রাত অবস্থানও করবেন।

লিবার্টি টাইমস নামের একটি সংবাদপত্র জানিয়েছে, বুধবার সকালে পেলোসির তাইওয়ানের সংসদে যাওয়ার কথা রয়েছে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেলোসির সফরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, তাইওয়ানের বিষয়ে আমাদের অনেক মতপার্থক্য দেখা দেয়। কিন্তু গত ৪০ বছরেরও বেশি সময় ধরে সেসব পার্থক্য দূরে রেখে কাজ করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। যাতে করে তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে এবং দেশটির জনগণেরও উন্নতি সাধন হয়।

তিনি বলেন, এটি এখন আমাদের দায়িত্ব এ ধারাকে অব্যাহত রাখা যাতে এ অঞ্চলে কোনো সংঘাত সৃষ্টি না হয়।

প্রবা/এনএস
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা