× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরুণাচলের ৩০ স্থানের চীনের দেওয়া নাম প্রত্যাখ্যান ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৮:০২ পিএম

ভারতের তেজপুর-তাওয়াং মহাসড়কে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ডেলিভারি ট্রাক। ২০১২ সালের ২৯ মে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে। ছবি : সংগৃহীত

ভারতের তেজপুর-তাওয়াং মহাসড়কে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ডেলিভারি ট্রাক। ২০১২ সালের ২৯ মে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে। ছবি : সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৩০টি স্থানের নতুন নাম দিয়েছে চীন। চীনের এসব নামকারণকে অর্থহীন মন্তব্য করে উত্তরপূর্বাঞ্চলীয় হিমালয়ের রাজ্যটি ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। 

চীনা ভাষায় অরুণাচল প্রদেশকে জাংনান বলা হয়। প্রদেশটিকে নিজেদের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চীন। ভারত চীনের এ দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। 

এক বছর আগে প্রায় একইভাবে প্রদেশটির ১১টি স্থানের নতুন নাম দিয়েছিল চীন। 

২০২২ সালের ডিসেম্বরে পারমাণবিক অস্ত্রধারী এ দুই প্রতিবেশি দেশের সেনারা অরুণাচলের বিতর্কিত সীমান্তে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 

এর আগে ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা-নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। 

সংঘর্ষে নিজেদের অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ভারত। চীন সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সংঘর্ষে চীনের অন্তত ৪০ সেনা প্রাণ হারিয়েছে। 

ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর অধিকাংশই অমিমাংসীত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নামে পরিচিত। অর্থাৎ যে দেশের অধীনে যতটুকু নিয়ন্ত্রণে আছে। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা