প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৬:৩১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৭:৪১ পিএম
বুধবার উত্তর মাদাগাস্কারে আঘাত হানে ঘূর্ণিঝড় গামান। ছবি : সংগৃহীত
মাদাগাস্কার উত্তরাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আঘাতে ১৮ জন নিহত হয়েছে। চারজন নিখোঁজ। চলতি সপ্তাহের শুরুতে ভারত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটিতে ঘূর্ণিঝড় আঘাত হানার পর এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল অফিস ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, ঝড়ের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পুরো গ্রাম আংশিকভাবে ডুবে গেছে। এতে ভূমিধস হয়ে তিনজন আহত হয়েছে। প্রায় ৪৭ হাজার মানুষ বাস্তুচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছে ।
ঘূর্ণিঝড় গামান বুধবার উত্তর মাদাগাস্কারে আঘাত হেনেছে । তবে এখন যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে, ২০২২ সালের শুরু থেকে এখন পর্যন্ত মাদাগাস্কার অন্তত ১০টি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। চরম আবহাওয়ার ক্ষতিকারক প্রভাবের কারণে দ্বীপের কিছু অংশে ক্ষুধা সংকটের মুখোমুখি হয়েছে।
জাতিসংঘ বলেছে, গত দুই বছরে ঘূর্ণিঝড়ের সংখ্যা মাদাগাস্কারের জন্য নজিরবিহীন। যা দক্ষিণাঞ্চলে ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার কবলে পড়েছে।
বিশ্বব্যাংকের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হলো মাদাগাস্কার। দারিদ্র্যের সর্বোচ্চ হারের দেশ এটি।
সূত্র : তাসনিম, নিউজ এজেন্সি