× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৭:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়েছে।

চীন নিয়ন্ত্রিত অঞ্চলটিতে ‘অধিকার ও স্বাধীনতার ওপর কঠোর দমনপীড়নের’ জন্য দায়ী হংকংয়ের কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘গত বছর থেকে গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি) হংকংয়ের প্রতিশ্রুত উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে হংকং কর্তৃপক্ষের মৌলিক আইনের ২৩ অনুচ্ছেদের অধীনে সাম্প্রতিক আইন প্রণয়ন। যার মধ্যে ‘রাষ্ট্রদ্রোহিতা’, ‘রাষ্ট্রীয় গোপনীয়তা’ ও বিদেশি সংস্থার সঙ্গে মিথস্ক্রিয়া সম্পর্কিত বিস্তৃত ও অস্পষ্টভাবে সংজ্ঞায়িত বিধান রয়েছে। এই বিধান হংকংয়ের অভ্যন্তরে ভিন্নমত দূর করতে ব্যবহার করা যেতে পারে। আবার পিআরসির আন্তঃদেশীয় দমনের চলমান প্রচারণার অংশ হিসেবে এর সীমানার বাইরেও প্রয়োগ করা যেতে পারে।’

ব্লিংকেন আরও বলেন, ‘এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করছে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২ (এ) (৩) (সি) ধারা অনুসারে অধিকার ও স্বাধীনতার ওপর ক্র্যাকডাউন তীব্র করার জন্য দায়ী হংকংয়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে কোন কোন কর্মকর্তার ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি।

যুক্তরাষ্ট্র এর আগে হংকংয়ের কর্মকর্তাদের ওপর ভিসা বিধিনিষেধ ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের আইনের অধীনে হংকং দীর্ঘকাল ধরে যে বিশেষ অর্থনৈতিক সুবিধা ভোগ করে আসছিল তার সমাপ্তি ঘোষণা করেছে।

সূত্র : হিন্দুস্থানস টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা