× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অল্পের জন্য বেঁচে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৪:২১ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ২৩:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু–নাতাল প্রদেশে  এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ৮১ বছর বয়সি জুমা ও তার দেহরক্ষীরা কোনো ধরনের আঘাত পাননি। 

নির্বাচনী কর্মকর্তারা তাকে ২৯ মে এর সাধারণ নির্বাচনে দাঁড়াতে নিষেধ করার কয়েক ঘণ্টা পরই এ দুর্ঘটনাটি ঘটেছে। 

দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) শুক্রবার (২৮ মার্চ) জানিয়েছে, কোয়াজুলু-নাটাল প্রদেশ থেকে ৫১ বছর বয়সি এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামী মঙ্গলবার (২ এপ্রিল) আদালতে তোলার কথা রয়েছে।

ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) এই প্রবীণ নেতা ২০২১ সালে আদালত অবমাননার দায়ে কারাগারে যান। এরপর তার ক্যারিয়ার পুনরায় শুরু করার প্রয়াসে সম্প্রতি গঠিত উমখোন্টো উই সিজওয়ে (এমকে) (জাতির বর্শা) দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। 

২০১৮ সালে সিরিল রামাফোসা তার স্থলাভিষিক্ত হলে দুর্নীতির অভিযোগের মেঘের মধ্যে জুমার মেয়াদ শেষ হয়, তবে তিনি এখনও রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।

গাড়ির সংঘর্ষ কোনও কাকতালীয় ঘটনা নয় বলে অভিযোগ করেছেন এমকে মুখপাত্র নাহ্লামুলো এনধলেলা।

তিনি অভিযোগ করেন, গাড়িবহরে জুমার গাড়ি বিশেষভাবে টার্গেট করা হয়েছিল। এনধলেলা আরও বলেন, ‘এর পেছনে অন্যকেউ আছে।

১৯৯৪ সালে বর্ণবাদের অবসানে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো এএনসি ৫০ শতাংশ ভোটের নিচে নেমে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

দুর্বল অর্থনীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের জন্য দলটির সমর্থন কমে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা