× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাড়িগোঁফ রাখতে পারবেন ব্রিটিশ সেনারাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ০০:৫৭ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১০:৫১ এএম

দাড়িগোঁফ রাখতে পারবেন ব্রিটিশ সেনারাও

ব্রিটিশ সেনা সদস্যরা এখন থেকে দাড়িগোঁফ রাখতে পারবেন। তবে অবশ্যই সেগুলো পরিপাটি করে রাখতে হবে এবং তা নিয়মিত যাচাই করা হবে।

শুক্রবার (২৯ মার্চ) এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফেসিয়াল হেয়ার বা দাড়িগোঁফের ওপর দেশটির সেনাবাহিনীর নীতি নিয়ে বছরের পর বছর ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা এলো। সশস্ত্র বাহিনীর মধ্যে আর্মিই সবশেষ বাহিনী হিসেবে এর সদস্যদের দাড়িগোঁফ রাখার অনুমতি দিল এবং দ্রুত তা কার্যকর হবে। যদিও শিখ, মুসলিম ও রাস্তাফারিদের আগে থেকেই দাড়িগোঁফ রাখার অনুমতি আছে।

এর আগে সেনাবাহিনীর নীতির ওপর কয়েক মাস ধরে পর্যালোচনা হয় বলে বিবিসিকে জানান বাহিনীর একজন মুখপাত্র। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণে আমরা সদস্যদের কথা শুনেছি এবং ব্যবস্থা নিয়েছি।’

তবে সুনির্দিষ্ট পরিস্থিতিতে সেনা সদস্যদের দাড়িগোঁফ কামানোর নির্দেশনা দেওয়া হতে পারে। নতুন এ নীতি তরুণদের আর্মিতে যোগদানে আগ্রহী করবে বলে বিশ্বাস করছেন বাহিনীর ঊর্ধ্বতনরা।

দ্য টাইমসের রিপোর্ট উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতি ঘোষণা করেন ওয়ারেন্ট অফিসার (ক্লাস-১) পল কার্নি।

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত নিতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে কারণ সব অংশীদারের সঙ্গে আমাদের আলোচনা করতে হয়েছে। এর মধ্যে রাজা, রাজনীতিবিদ এবং আমাদের মিত্ররা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান আপনাদের মতামত গ্রহণ করেছেন এবং আমাদের কর্মকর্তা ও সেনাদের দাড়িগোঁফ রাখার অনুমতি দিয়েছেন।’

গত বছর প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, দাড়ি রাখার অনুমতি না দেওয়া ‘হাস্যকর’।

নতুন নীতি গ্রহণের পর তিনি বলেন, ‘আমি আর্মিকে বলেছিলাম প্রাতিষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করার জন্য। আজ সংবেদনশীল পরিবর্তন এসেছে।’

২০১৯ সালে দাড়িগোঁফ রাখার অনুমতি দিয়েছে ব্রিটিশ বিমান বাহিনী। ব্রিটিশ নৌবাহিনী দিয়েছে আরও অনেক বছর আগে।

ডেনমার্ক, জার্মানি, বেলজিয়ামে সেনা সদস্যদের দাড়িগোঁফ রাখার অনুমতি আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা