প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১০:৫৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১২:০৪ পিএম
দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির দৃশ্য। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় দেশটির উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি সেতু থেকে প্রায় ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
আরোহীর মধ্যে কেবল আট বছরের একটি মেয়ে গুরুতর আহত অবস্থায় এখনও বেঁচে আছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে বাসটি একটি ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার পর খাদে পড়ে যায়। পরে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা সবাই ছিল তীর্থযাত্রী। তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিল।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মোকোপানে এবং মার্কেনের মধ্যে মামামতলাকালা পর্বত গিরিপথে একটি সেতু থেকে ছিটকে পড়ে।