× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে নিজ বাসায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১২:৫৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৩:৩১ পিএম

উইন রোজিরিও। ছবি : সংগৃহীত

উইন রোজিরিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তার নাম উইন রোজারিও। বয়স ১৯ বছর। নিউইয়র্কের ওজন পার্কের নিজ বাসায় বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে ওজন পার্কের ১০৩ স্ট্রিট ও ১০১ অ্যাভিনিউয়ের বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। ফোনে নিজে মানসিক ভারসাম্যহীন জানিয়ে মৃত্যুর মাধ্যমে এ অবস্থার সমাপ্তি টানতে চান বলে পুলিশকে জানান উইন। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে গুলি করে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন জেনেও পুলিশ গুলি চালায়। তারা পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন।

পুলিশের দাবি, উইন রোজারিও কাঁচি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। তাই নিরাপত্তার স্বার্থে তারা গুলি চালায়।  

তবে উইনের মা সাংবাদিকদের জানান, আমার ছেলে পুলিশের দিকে তেড়ে যায়নি। আমাকে জড়িয়ে ধরে সে পুলিশকে বলেছে ডোন্ট টাচ মি। সে শুধু এটুকুই বলেছে। কিন্তু পুলিশ ঢুকেই ফায়ার করেছে। আমার সামনেই আমার ছেলেকে গুলি করে মারে। 

উইন রোজিরিও বাড়ি যাওয়া দুই পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। তাদের হেলম্যাটে থাকা ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

সূত্র : ডেইলি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা