× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেজরিওয়ালের মুক্তির দাবিতে মোদির বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৫:৫৩ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৫:৫৪ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভের সময় পাঞ্জাবের মন্ত্রী ও এএপি নেতা হরজোত সিং বাইন্সকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। মঙ্গলবার দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভের সময় পাঞ্জাবের মন্ত্রী ও এএপি নেতা হরজোত সিং বাইন্সকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। মঙ্গলবার দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে আম আদমি পার্টির (আপ) কর্মীরা। পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। এএপির কর্মসূচিকে ঘিরে রাজধানীতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার সকালে আপের কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নারীসহ আপের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ। 

নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার বলেন, ‘তাদের প্রতিবাদ করার কোনও অনুমতি নেই। আমরা খবর পেয়েছি যে বিক্ষোভকারীরা প্যাটেল চক মেট্রো স্টেশনে জড়ো হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’

জানা গেছে, আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘কেজরিওয়াল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দলে দলে এলাকার মেট্রো স্টেশনে পৌঁছান। স্টেশনে পৌঁছর কিছুক্ষণের মধ্যে আপের পাঞ্জাবের মন্ত্রী হরজোত সিং বাইনস, সোমনাথ ভারতীসহ দলটির কর্মীকে আটক করে পুলিশ।

সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে ভারতি লিখেছেন, কোনও কারণ ছাড়াই  শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী এএপি সমর্থকদের গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ। কিন্তু তারা বিজেপিফরইন্ডিয়া কে থামাতে কিছুই করছে না দিল্লি পুলিশ। এটা দেখে অবাক লাগছে।’

মঙ্গলবার আপের প্রতিবাদ কর্মসূচির একই সময়ে রাজধানীতে কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে পৃথক বিক্ষোভ শুরু করেছে শাসক দল বিজেপি। তারা বিজেপিফরইন্ডিয়া ব্যানারে কর্মসূচি পালন করছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) দিল্লির সিভিল লাইনস এলাকায় সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে অর্থ পাচার বিরোধী আইনের অধীনে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। শুক্রবার মদ কেলেঙ্কারিতে কথিত অনিয়মের ক্ষেত্রে তার ভূমিকার বিষয়ে বিস্তারিত ও দীর্ঘস্থায়ী জিজ্ঞাসাবাদ করার জন্য ২৮ মার্চ তাকে ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লি একটি আদালত। 

সূত্র : এনডিটিভি, হিন্দুস্থাপন টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা