প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৪:০৫ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৫:৩৭ পিএম
ইসরায়েলি হামলায় গাজার ধ্বংসপ্রাপ্ত ভবন। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের উত্তরে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
শনিবার (২৩ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।
মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাফাহ শহরের উত্তরে মিরাজ এলাকায় একটি দোতলা বাড়িতে বোমা হামলা চালায়। এতে পাঁচজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
গাজার দক্ষিণে খান ইউনিসের উত্তরে আল-কারারা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৩ হাজার শিশুও আছে। ৮ হাজার ৬৬৩টি শিশুসহ ৭৪ হাজার ২৯৮ জন আহত হয়েছে।
এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বা রাস্তায় পড়ে আছে। ইসরায়েলি বাহিনী বেসামরিক প্রতিরক্ষা দলের চলাচলে বাধা অব্যাহত রাখায় তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না।
সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি, আলজাজিরা