× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৩:১০ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৫:২০ পিএম

বন্দুকধারীদের দ্বারা শিক্ষার্থীদের অপহরণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে এক ছেলে। নাইজেরিয়ার কাদুনায়। ছবি : সংগৃহীত

বন্দুকধারীদের দ্বারা শিক্ষার্থীদের অপহরণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে এক ছেলে। নাইজেরিয়ার কাদুনায়। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় বন্দুকধারীরা শিশু ও নারীসহ অন্তত ৮৭ জন বাসিন্দাকে অপহরণ করেছে। রবিবার (১৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, নাইজেরিয়ার কাদুনা রাজ্যের কাজুরু এলাকা থেকে ভুক্তভোগীদের অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  

জাতিসংঘের তথ্যমতে, উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় ডাকাতরা নিয়মিতভাবে গ্রামে গ্রামে লুটপাট চালাচ্ছে। আর মুক্তিপণের জন্য গণ-অপহরণ করছে। এখানে সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ।

প্রায় প্রতিদিনের এ হামলা কর্তৃপক্ষ থামাতে পারছে না। তাই প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর ওপর চাপ বাড়ছে।  

সোমবার কাদুনা পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানান, কাজুরুর অপহরণের ঘটনাটি রবিবার (১৭ মার্চ) রাতে ঘটেছে। গ্রামবাসীদের উদ্ধারের জন্য নিরাপত্তা এজেন্টদের মোতায়েন করা হয়েছে। 

বাসিন্দারা জানান, বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাক পরে অজ্ঞাতভাবে গ্রামে ঢুকেছিল। তাদের মোটরবাইকগুলো গ্রাম থেকে দূরে দাঁড় করিয়ে রেখে আসায় তাদের পরিচয় বুঝতে পারেনি গ্রামবাসীরা। 

গ্রামপ্রধান তানকো ওয়াদা সারকিন বলেন, ৮৭ জনকে অপহরণ করা হয়েছে। পাঁচজন ঝোপঝাড়ের ভেতর দিয়ে পালিয়ে এসেছে। এই নিয়ে পাঁচবার তাদের ওপর হামলা চালানো হয়েছে।

আরুয়া ইয়া’উ জানান, তাকেও আটক করা হয়েছিল। কিন্তু তার খারাপ স্বাস্থ্যের জন্য তার হাঁটতে সমস্যা হচ্ছিল। তাই বন্দুকধারীরা তাকে ছেড়ে দেয়। বর্তমানে একটি স্থানীয় সরকারি হাসপালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

হারুনা নামের আরেক বাসিন্দা বলেন, রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে আমরা বাড়ির বাহিরে গল্প করছিলাম। তখনই হঠাৎ ডাকাতেরা এসে মারধর ও গুলি করা শুরু করে। আমার স্ত্রী ও দুই মেয়েকেও তারা ধরে নিয়ে গেছে।

শনিবার ডোগান নোমা এলাকা থেকে ১৬ জনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। 

৭ মার্চ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরিগায় দুটি স্কুল থেকে অন্তত ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। 

নাইজেরিয়ার ঝুঁকি বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, মে মাসে তিনুবু ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ৭৭৭ জনকে অপহরণ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা