× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে বাস-ট্যাংকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৬:৩৭ পিএম

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে ও আগুনে পুড়ে যাওয়া বাস এবং তেলের ট্যাংকার। রবিবার আফগানিস্তানের কান্দাহার-মেরাত মহাসড়কে। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে ও আগুনে পুড়ে যাওয়া বাস এবং তেলের ট্যাংকার। রবিবার আফগানিস্তানের কান্দাহার-মেরাত মহাসড়কে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বাস-ট্যাংকার ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৮ জন। 

রবিবার (১৭ মার্চ) সকালে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় এ মর্মান্তিত ঘটনা ঘটে।

হেলমান্দের প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওয়াহদাত জানান, কান্দাহার-হেরাত মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে হেরাত থেকে রাজধানী কাবুলগামী একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে করে বাসটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। তখনই আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে।

হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হাজাতুল্লাহ হাক্কানি জানান, আহত ৩৮ জনের মধ্যে গুরুতর আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান হেলমান্দের প্রদেশের ট্রাফিক কর্মকর্তা কাদেরতুল্লাহ। 

আফগানিস্তানে ২০২২ সালের ডিসেম্বরেও একটি তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়েছিল। তাতে অন্তত ৩১ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল কয়েক ডজন মানুষ। 

আফগানিস্তানের ট্রাফিক পুলিশের ডিরেক্টরেটের তথ্যমতে, দেশটিতে গত ১০ মাসে সড়কে ১ হাজার ৬০০ এর বেশি প্রাণ গেছে। একই সময়ে আহত হয়েছে ৪ হাজারের বেশি। 

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। সেখানে রাস্তাঘাটের অবস্থা নাজুক। ট্রাফিক সিগনালের অভাব রয়েছে। উপরন্তু চালকরাও অসতর্কভাবে গাড়ি চালায়। মূলত এসব কারণেই আফগানিস্তানে সড়কে মৃত্যুমিছিল দীর্ঘতর হচ্ছে। 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা