× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে না জিতলে ‘রক্তস্রোতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৯:২২ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে না জিতলে দেশটিতে ‘রক্তস্রোত’ বইয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১৬ মার্চ) ওহাইওতে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 

যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের ঝুঁকি নিয়ে কথা বলার একপর্যায় ট্রাম্প এ মন্তব্য করেন। তাই ‘রক্তস্রোত’ বলতে ট্রাম্প আসলে কী বুঝিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ওহাইওর ভান্দালিয়ার ওই সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আসন্ন ৫ নভেম্বর আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।’ 

এরপর মেক্সিকোতে গাড়ি তৈরির পরিকল্পনাকে চীনা পরিকল্পনা বলে সমালোচনা করেন ট্রাম্প। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ‘তারপর ওসব গাড়ি যুক্তরাষ্ট্রের কাছেই বিক্রি করা হবে। কিন্তু আমি নির্বাচিত হলে এসব গাড়ি বিক্রি করতে পারবে না।’ 

এরপর রক্তস্রোতের প্রসঙ্গটি আসে। ট্রাম্প বলেন, ‘আমি যদি নির্বাচিত না হই, তাহলে এটা হবে সবার জন্য, দেশের জন্য একটা রক্তস্রোত বয়ে যাবে। পরিস্থিতি অন্তত এমনটিই দাঁড়াবে। (তবে আমি নির্বাচিত হলে) তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না।’

ট্রাম্পের ওই মন্তব্য সামজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শনিবার বাইডেনের প্রচার শিবিরের মুখপাত্র জেমস সিঙ্গার এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ৭০ লাখেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। এরপর তিনি রাজনৈতিক সহিংসতার হুমকিকে দ্বিগুণ করেছিলেন।’ 

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি প্রাণঘাতী হামলার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ট্রাম্প আরও একটি ৬ জানুয়ারি চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ তাকে নভেম্বরে আরেকটি নির্বাচনী পরাজয় দেবে। কেননা তারা ট্রাম্পের সহিংসতার প্রতি অনুরাগ, চরমপন্থা ও প্রতিশোধের তৃষ্ণাকে প্রত্যাখ্যান করে চলেছে।

শনিবার রাতে ওয়াশিংটনের এক নৈশভোজে প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, ‘এটি ইতিহসের এক নজিরবিহীন মুহূর্ত। ২০২০ সালের নির্বাচনে তারা ব্যর্থ হলেও হুমকি রয়ে গেছে।’ 

চলতি মাসের শুরুতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার জন্য ট্রাম্প ও বাইডেন প্রত্যেকে যথেষ্ট প্রতিনিধিদের সমর্থন জিতেছেন। 

সূত্র : জিওনিউজ, এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা