× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৫:৩৮ পিএম

ঝড়ের তাণ্ডবে রাস্তায় পড়ে আছে গাছ, ভাঙা কাচ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বৈদ্যুতিক তার। ছবি : সংগৃহীত

ঝড়ের তাণ্ডবে রাস্তায় পড়ে আছে গাছ, ভাঙা কাচ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বৈদ্যুতিক তার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে বৃহস্পতিবার শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৮ জন। শুক্রবার (১৫ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।  

পশ্চিম-মধ্য ওহাইওর লোগান কাউন্টির শেরিফ রান্ডাল ডডস বলেন, আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।

ওহাইওর ডেলাওয়্যার কাউন্টিতে প্রায় ৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছ, ভাঙা কাচ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিয়ানার রান্ডলফ ও ডেলাওয়্যার কাউন্টিতে অন্তত ৩৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে ২২টি ভবন ধসে পড়েছে।

ইন্ডিয়ানা স্টেট পুলিশ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানায়, ইন্ডিয়ানার উইনচেস্টারে একটি মোবাইল হোম পার্কে টর্নেডোর আঘাতে তিনজন মারা গেছে। কিন্তু শুক্রবার রাতের এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, প্রাণহানির বিষয়ে তারা ‘অবগত নয়’।

যুক্তরাষ্ট্রে টর্নেডো একটি সাধারণ ঘটনা। সেখানে সাধারণত এপ্রিল বা মে মাসে টর্নেডো আঘাত হানে। কিছু বছরে মার্চেও আঘাত হানতে দেখা যায়।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা