× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলকে নিয়ে স্ববিরোধী মন্তব্য বাইডেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ০০:৪২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

ইসরাইলের সমালোচনা করতে গিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একবার তিনি ফিলিস্তিনের যুদ্ধে ‘রেড লাইন’ অতিক্রম না করতে নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছেন। আবার নিজেদের রক্ষায় ইসরায়েলের কোন রেড লাইন নেই বলেও মন্তব্য করেছেন। বাইডেন এও বলেছেন, ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে তিনি কখনই ত্যাগ করবেন না।  

শনিবার (৯ মার্চ) এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বিভ্রান্তিকর এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনিজানান, রাফা শহরে আগ্রাসন চালানো হবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য তার ‘রেড লাইন’। কিন্তু তিনি এও বলেন, তিনি কখনোই ইসরায়েলকে ছাড়বেন না।   

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা এখনও ঝুঁকিপূর্ণ। তাই ইসরায়েলের জন্য এমন কোনও রেড লাইন নেই যেখানে আমি সব অস্ত্র বন্ধ করে দেব ও যার ফলে তাদের সুরক্ষার জন্য আয়রন ডোম থাকবে না।’

‘কিন্তু রেড লাইন আছে যদি তিনি তা অতিক্রম করেন …’ এ কথা বলতে বলতে বাইডেন অন্য কথায় চলে যান। এর সঙ্গে যুক্ত করেন, ‘তার প্রশাসন আর ৩০ হাজার ফিলিস্তিনির মৃত্যু মেনে নিতে পারে না।’

বাইডেন এর আগেও নেতানিয়াহুর সমালোচনা করেছেন। কিন্তু এবার তিনি ইসরায়েলি নেতার সবচেয়ে সুস্পষ্ট সমালোচনা করেলেন। তিনি বলেছেন, ‘নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্য করার চেয়ে এর ক্ষতি করছেন বেশি। গাজায় নিরীহ মানুষ যেন আর প্রাণ না হারায় সেদিকে তার আরও  মনোযোগী হতে হবে।’  

হামাসকে ধ্বংস করার অভিযানে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করছেন বাইডেন। কিন্তু গাজায় বেসামরিক হতাহতের পরিমাণ এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ নিয়ে নেতানিয়াহুর সাঙ্গে তার প্রশাসনের মতবিরোধ ক্রমেই বেড়ে চলেছে। রাফা শহরে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ ফিলিস্তিনিকে নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করার আগ পর্যন্ত ইসরায়েলকে রাফায় আক্রমণ না চালানোর আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।

আয়রন ডোম হলো একটি ইসরায়েলি মোবাইল সব-আবহাওয়া বায়ু/বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা