× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোভিড বিধিনিষেধ তুলে নিলো আমিরাত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৩:০১ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৩:০৯ পিএম

আমিরাতে উন্মুক্ত স্থানে মাস্ক পরা এখন ঐচ্ছিক হবে।

আমিরাতে উন্মুক্ত স্থানে মাস্ক পরা এখন ঐচ্ছিক হবে।

সংযুক্ত আরব আমিরাত সরকার জনস্বাস্থ্য রক্ষায় আগে প্রয়োগ করা বিধিনিষেধগুলোকে সহজ করার অংশ হিসেবে কোভিড-১৯ সম্পর্কিত আগের নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছে।

আরব নিউজ জানিয়েছে, দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) মুখপাত্র ডা. সাইফ আল-ধাহেরি এক বিবৃতিতে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে মুক্ত স্থানে মাস্ক পরা এখন ঐচ্ছিক বিষয় হবে। তবে মসজিদ, হাসপাতালসহ জনসমাগমস্থলে এটির ব্যবহার বাধ্যতামূলকই থাকবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের একটি প্রতিবেদনে ওই মুখপাত্র বলেছেন, ‘মসজিদে ব্যক্তিগত জায়নামাজে নামাজ আদায় এখন থেকে ঐচ্ছিক হবে। এটি আর এখন বাধ্যতামূলক নয়। দেশের অভ্যন্তরে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে টিকা গ্রহণ এবং করোনা পরীক্ষার পজেটিভ ফলাফলের সার্টিফিকেট দেখাতে হবে। তাই এখন আর কোনো পাবলিক প্লেসে প্রবেশের জন্য আগের সবুজ পাসের প্রয়োজন হবে না।’

ক্রীড়া কার্যক্রমের সংগঠকদেরও ইভেন্ট আয়োজন এবং খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পিসিআর পরীক্ষার বিকল্প হিসেবেও টিকা গ্রহণ এবং করোনা পরীক্ষার ফলাফলের সার্টিফিকেট জমা দিলেই হবে।

ডা. আল-ধাহেরি বলেন, ‘গত সেপ্টেম্বরে আমরা কোভিড সম্পর্কিত বিধিনিষেধ সহজ করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছিলাম। আজ আমরা বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় পর্ব ঘোষণা করছি। দেশের মহামারি সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পরে হাসপাতালগুলোতে রোগীর হার এবং কোভিড-১৯ কেসের জন্য নিবিড় পরিচর্যা পর্যবেক্ষণ করার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া সত্ত্বেও পিসিআর পরীক্ষা এবং চিকিৎসা স্বাস্থ্য সুবিধাগুলো চলমান থাকবে এবং পজেটিভ ফলাফল আসা ব্যক্তিদের এখনও রোগের বিস্তার রোধ করার জন্য পাঁচ দিনের কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে যেতে হবে। ডা. আল-ধাহেরি আরও স্পষ্ট করে বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশের মহামারি সংক্রান্ত পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা