× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় ছুরিকাঘাতে মা ও চার সন্তানসহ ছয়জনকে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১১:৪৬ এএম

হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বাড়িটির বাইরে পুলিশের অবস্থান । ছবি : সংগৃহীত

হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বাড়িটির বাইরে পুলিশের অবস্থান । ছবি : সংগৃহীত

কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে মা ও চার শিশু সন্তানসহ একই পরিবারের ছয়জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত শিশুদের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারটি শ্রীলঙ্কা থেকে কানাডায় নতুন এসেছিল।

বৃহস্পতিবার (৭ মার্চ) দেশটির পুলিশ জানায়, বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।


পুলিশ বলেছে, ‘এ ঘটনায় পরিবারটির সঙ্গে বসবাসকারী শ্রীলঙ্কার ১৯ বছর বয়সি ফেব্রিও ডি-জোয়সাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ছয়জনকে হত্যা ও একজনকে হত্যার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে।


পুলিশপ্রধান এরিক স্টাবস জানান, বুধবার রাত ১০টা ৫২ মিনিটে অটোয়ার শহরতলি বারহ্যাভেন থেকে জরুরি কল পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দ্রুত সন্দেহভাজনকে শনাক্ত করে। তারা বাড়িটিতে প্রবেশ করে মৃতদেহ পায়। নিহতের মধ্যে মা ও তার চার শিশু সন্তান ছিল। এ পরিবারটির সঙ্গে বসবাসকারী তাদের এক পরিচিত ব্যক্তিকেও তাদের সঙ্গেই হত্যা করা হয়েছে।


এ হামলায় শিশুদের বাবা আহত হয়েছেন। কিন্তু তার অবস্থা এখন স্থিতিশীল। নিহতের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই মাস।


স্টাবস বলেন, ‘ভুক্তভোগীদের ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা ও আহত করা হয়েছে। পুলিশি তদন্ত এখনও চলছে।’


তিনি বলেন, এটি একটি কাণ্ডজ্ঞানহীন সহিংসতা ছিল। সম্পূর্ণ নির্দোষ মানুষগুলোর ওপর নির্যাতন করা হয়েছে।


বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ মর্মান্তিক ঘটনায় তার দুঃখ ও আতঙ্ক প্রকাশ করেন। তিনি এ হত্যাকাণ্ডকে ভয়াবহ সহিংসতা বলে অভিহিত করেন।


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা