× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজানিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ০৯:২১ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১১:২৫ এএম

দুর্ঘটনার শিকার বিমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা। ছবি; সংগৃহীত

দুর্ঘটনার শিকার বিমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা। ছবি; সংগৃহীত

তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ালের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) লেকসাইড শহর বুকোবাতে অবতরণের চেষ্টার সময় লেক ভিক্টোরিয়া নামক হ্রদে বিধ্বস্ত হয় বিমানটি।

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, প্রেসিশন এয়ারের ফ্লাইটটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।

দুর্ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরপরই ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জেলেরা জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।

বিমানটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যাচ্ছিল। এ সময় এটি ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে।

প্রধানমন্ত্রী মাজালিওয়া সাংবাদিকদের বলেন, এই ১৯ জনের মৃত্যুতে সব তানজানিয়া বাসিন্দারা শোকাহত।

স্থানীয় ও এয়ারলাইন কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের কাগেরা অঞ্চলের হ্রদের ধারের শহর বুকোবায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে একজন আঞ্চলিক কর্মকর্তা বলছেন, ১৯ জন নিহতদের মধ্যে ডুবে যাওয়া উদ্ধারকারী আছে কিনা নিশ্চিত নয়। তা ছাড়া বিমান কর্তৃপক্ষ আরোহীদের যে তথ্য দিয়েছে তার চেয়ে বেশি লোক ছিল কিনা সেটিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আঞ্চলিক কর্মকর্তা চালামিলা বলেন, 'আমরা তদন্ত অব্যাহত রেখেছি।' নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মীও থাকতে পারেন বলে জানান তিনি।

প্রিসিশন এয়ার হলো তাঞ্জানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন এয়ারলাইনস। এটি আংশিকভাবে কেনিয়া এয়ারওয়েজের মালিকানাধীন।

এয়ারলাইনটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রিসিশন এয়ার টেকনিক্যাল স্টাফ এবং টিএএ (তানজানিয়া এয়ারপোর্ট অথরিটি) নিয়ে গঠিত একটি তদন্ত দলও উদ্ধারকারী দলে যোগ দিতে রওয়ানা হয়েছে।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক টুইট বার্তায় জানান, তিনি প্রিসিশন এয়ারের বিমান দুর্ঘটনার খবর পেয়েছেন। এতে উদ্ধার অভিযান চলাকালে নাগরিকদের শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা