× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জম্মু-কাশ্মীর নিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে কংগ্রেস : মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৭:০৫ পিএম

বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। ছবি : সংগৃহীত

বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের মিত্ররা সংবিধানের ৩৭০ ধারা নিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বকশি স্টেডিয়ামে এক জনসভায় মোদি এ অভিযোগ করেন।

২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে নেওয়া হয়। স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে দুই টুকরো করে কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয়।

মোদি সরকারের এ সিদ্ধান্ত উপত্যকাটির প্রায় সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসও এর সমালোচনা করে।

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর বৃহস্পতিবার সর্বপ্রথম সফরে জম্মু-কাশ্মীর গেলেন মোদি।

শ্রীনগরে বকশি স্টেডিয়ামে ভাষণে মোদি বলেন, দশকের পর দশক ধরে কংগ্রেস ও তাদের মিত্ররা জম্মু-কাশ্মীর ও সমগ্র দেশবাসীকে ভুলপথে পরিচালিত করেছে। ৩৭০ ধারার দোহাই দিয়ে রাজনৈতিক স্বার্থের জন্যই তারা এমনটা করেছে। কিন্তু জম্মু-কাশ্মীরের মানুষ আজ সত্য জেনেছে। তারা বুঝে গেছে ৩৭০ ধারা থেকে কেবল গুটিকয় মানুষই লাভবান হয়। ৩৭০ ধারা বাতিল করায় জম্মু-কাশ্মীরের মানুষ তাদের মেধার যথাযথ মর্যাদা পাচ্ছে।

শ্রীগনরের আজকের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘বিকশিত ভারত বিকশিত জন্মু-কাশ্মীর’। অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি ৪০০ কোটি রুপির প্রকল্পের রূপরেখা উন্মোচন করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা