প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১০:৫৩ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১১:২৬ এএম
দুর্ঘটনার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই শিশু। সবাই কানাডার নাগরিক বলে জানা গেলেও নাম জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে সোমবার (৫ মার্চ) রাতে একটি মোটরওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।
ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।
মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনো যানবাহন বা ভবনে আঘাত করেনি।
বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল। পথে পেনসিলভানিয়া ও কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল।
সূত্র : বিবিসি