× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে তুষারপাতে নিহত ৩৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৮:৪৬ পিএম

পাকিস্তানে ভারী তুষারপাতে রাস্তায় গাড়ি আটকা পড়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে ভারী তুষারপাতে রাস্তায় গাড়ি আটকা পড়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে হিমশীতল বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে রবিবার (৩ মার্চ) পর্যন্ত পূর্ববর্তী কয়েক দিনে ২২ শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও অনেকে। 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২২টি শিশুও ছিল। যাদের অনেকেই ভূমিধসের ফলে তাদের বাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। 

পাকিস্তানের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে চরম আবহাওয়া আঘাত হেনেছে। এতে রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে। শতশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সাধারণত মার্চে পাকিস্তানে আদ্র আবহাওয়া বিরাজ করে। তাই এই সময়ে এসে তুষারপাত হওয়াটা বিশেষজ্ঞদের অবাক করেছে। 

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুস্তাক আলী শাহ্ এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি আরও বলেন, হালকামাত্রার শিলাবৃষ্টি কয়েক মুহূর্তের জন্য স্থায়ী হলে তা অবাক হওয়ার বিষয় হতো না। কিন্তু ৩০ মিনিটের বেশি সময় ধরে চলমান থাকায় তা অস্বাভাবিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে   

ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আরও ৫০০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বেশ কয়েকদিন ধরে কয়েকটি জেলায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

খাইবার পাখতুনখোয়া এর প্রাদেশিক সরকার আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা