× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজানিয়ার যাত্রীবাহী বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৯:৪৫ পিএম

লেক ভিক্টোরিয়ায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জেলেরা।

লেক ভিক্টোরিয়ায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জেলেরা।

তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান লেকসাইড শহর বুকোবাতে অবতরণের চেষ্টার সময় লেক ভিক্টোরিয়া নামক হ্রদে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

প্রেসিশন এয়ারের ফ্লাইটটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে জানা গেছে। 

এদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জেলেরা জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

বিমানটি প্রায় সম্পূর্ণরূপে ডুবে গেছে এবং পানির ওপরে শুধু এর লেজ ভেসে আছে। 

উদ্ধারকর্মীরা দড়ি ব্যবহার করে এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটিকে আফ্রিকার বৃহত্তম ওই হ্রদ থেকে তুলে আনার চেষ্টা চালাচ্ছেন।

দুর্ঘটনা প্রসঙ্গে শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা বলেছেন, ‘আমরা দেখতে চাই ল্যান্ডিং গিয়ার আটকে আছে কি না।’ 

প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার অভিযান চলমান অবস্থায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিমানটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যাচ্ছিল। এ সময় এটি ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে বলে জানা গেছে। 

প্রিসিশন এয়ার হলো তাঞ্জানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন এয়ারলাইন। এটি আংশিকভাবে কেনিয়া এয়ারওয়েজের মালিকানাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা